Khoborerchokh logo

নেত্রকোনায় প্রাণনাশের হুমকি দেখিয়ে সেচের সাবমার্সিবল মটর ছিনতাই 424 0

Khoborerchokh logo

নেত্রকোনায় প্রাণনাশের হুমকি দেখিয়ে সেচের সাবমার্সিবল মটর ছিনতাই

রনি আহম্মদ:
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার বলরামপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে অসহায় কৃষক রিতিশ সরকারকে  প্রাণনাশের হুমকি দেখিয়ে সেচের সাবমার্সিবল মটর জোরপূর্বক নিয়ে যায়।একই গ্রামের শহিদ বাহিনী।
কৃষক রিতিশ সরকার(৬৫) তার নামা জমিতে পানি সরবরাহের জন্য একটি মোটর ঘর তৈরী করিয়া উক্ত মোটর ঘরে একটি সেচের মটর যাহা 5HP GAZI Prime Motor যার মূল্য(৫৭,৫০০/=)টাকা স্থাপন করিয়া উনার নিজের জমি সহ আশেপাশের জমি চাষাবাদ করিয়া আসিতেছে।
২৯-০৪-২০২১ ইং তারিখে ভোর অনুমান ৫ঃ২৫ ঘটিকার সময় মটর ঘরে থাকা মটর পাম্প সেচের  জন্য চালু করতে গেলে একই গ্রামের শহীদ মিয়া ও তার বাহিনী পূর্বপরিকল্পিতভাবে পথরোধ করিয়া বে-আইনি ভাবে লাঠিসোটা,বল্লম,সাহল,রেন্স,প্লাস,লোহার রড ইত্যাদি নিয়ে রিতিশ সরকারের মোটর ঘরের সামনে অবস্থান নেয়।বাদী রিতিশ সরকার মোটর ঘরের সামনে দেখিতে পাইয়া মটর ঘরের সামনে তাহাদের অবস্থানের কারণ জিজ্ঞেস করলে শহিদ বাহিনী সাথে কথা কাটাকাটি হয়।কথা কাটাকাটির এক পর্যায়ে শহিদ মিয়ার  হুকুমে শহীদ সহ শহিদ বাহিনীর সবাই ১.শহিদ(৪১)২.নুরুল ইসলাম(৫২)৩.হাসেন আলী ৪.জাহাঙ্গীর(৩০) ৫.নুর আলম(৩২)৬.আলামিন(২৭)৭.শামীম(৩৫)৮.এরশাদ(৩৬) ৯.রফিক(২৮)১০.সংগ্রাম(৬০)১১.আবু বক্কর(২৫)১২.আলী আকবর(৪৬) ১৩.শাহীন(২৫) জোরপূর্বক মটর ঘরে ঢুকে জোরপূর্বক মোটরটি উঠাইয়া নিয়ে যায়। উক্ত সময়ে অাসামিরা আকুতি-মিনতি সহ বাধা-নিষেধ করিলে,আসামিরা তাহাদের হাতে থাকা লাঠিসোটা,বল্লম,সাহল,রেন্স,প্লাস, লোহার রড ইত্যাদি দিয়ে খুন-জখমের ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করিয়া সেচের মোটর নিয়ে দ্রুত চলিয়া যায়। পরে বাদী ডাক,চিৎকার করতে থাকলে ডাক চিৎকার শুনে আসে পাশের লোকজন জড়ো হয়ে ঘটনাটি শুনে ও জানে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়,শহীদ বাহিনী এলাকার উশৃংখল বকাটে,ঝগড়াটে,দাঙ্গাবাজ,হামলাকারী,নারী কেলেংকারী,ভুমিদস্যু,পর সম্পদ লোভী,সন্ত্রাস প্রকৃতির লোক।খোঁজ নিয়ে
আর ও জানা যায়,দিনের পর দিন একটার পর একটা খারাপ কাজ করেই যাচ্ছে।এইতো সেদিন মলয় ভৌমিকের ছেলে রিমেল ভৌমিকের মোবাইল জোরপূর্বক নিয়ে যায় শহিদ বাহিনী।পল্লব সরকারের ক্ষেতের পাকা ধান জোরপূর্বক কেটে নিয়ে যায়।অন্যান্য জমির কৃষকরা ফসল কাটতে গেলে তারা বাধা সৃষ্টি করে।এই শহিদ  বাহিনীর নামে থানায় একাধিক মামলা রয়েছে।
নেত্রকোনা খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবর রহমান জানান,তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com